কনফারেন্স রুমের দিকে যাওয়ার সময়ই সাজিদ একটা কান্নার আওয়াজ শুনতে পেল । কান্নার আওয়াহটা এড়িয়ে সে কনফারেন্স রুমের দিকে যেতে চাইলো কিন্তু কেন জানি যেতে পারলো না । পুরো অফিসের সবাই কনফারেন্স রুমের রয়েছে এখন । সেখানে সেলস ডিপার্টমেন্টের প্রেজেন্টেশন চলছে বিদেশী বায়ারদের সাথে । সাজিদেরও সেখানে থাকার কথা কিন্তু সে একটা কাজে আটকে গিয়েছিলো…