লেখকদের ব্যক্তিগত ব্লগ থাকা জরুরী

oputanvir future
5
(5)

আপনারা অনলাইনে আমার মত অনেকেই লেখালেখি করেন । বিশেষ করে আপনাদের মনের ভাব টুকু আপনারা লিখে প্রকাশ করতে চান । অনেকে লেখালেখি করেন মনের ভাব টুকু প্রকাশ করতে নয় বরং লিখে আমি জনপ্রিয় হব আমার লেখা সবাই পড়বে এই ভাবনা থেকে । এটা যে খারাপ খারাপ আমি বলছি না । জনপ্রিয়তা আমাদের সবারই ভাল লাগে । লেখায় লাইক বেশি পড়বে কিংবা রিচ বেশি হলে আমাদের সবারই ভাল লাগে । কিন্তু একটা ব্যাপার আপনারা হয়তো খেয়াল করেন না কখনো যেন যদি আপনার পাঠক প্রিয়তাই আপনার মুল লক্ষ্য হয়ে থাকে তখন আপনার চিন্তা কেবল থাকে কিভাবে লিখলে লোকে খাবে বেশি । এমন কি যে লেখা আপনি লিখতে চান না পাঠক প্রিয়তা পাওয়ার জন্য সেই লেখাই লিখে থাকেন । এতে আপনার নিজেস্ব স্বকীয়তা নষ্ট হয়ে যায় ।

কী লিখবো বলে শুরু করেছিলাম আর লেখা কোন দিকে যাচ্ছে ! মুল বিষয়ে ফেরৎ আসি । অনলাইনে যারা লেখালেখি করেন তাদের বেশির ভাগই লিখে থাকেন ফেসবুকে নিজেদের আইডিতে কিংবা পেইজে । মূলত দ্রুত এবং সহজেই মানুষের কাছে পৌছানো যায় বলেই মানুষ এটাকেই ব্যবহার করছে । তবে একটা কথা মনে রাখা দরকার যে যে জিনিস দ্রুত পাওয়া যায় মানুষ সেটা দ্রুত ভুলেও যায় । আর এখন দিন দিন ফেসবুকের নিয়ম এতো কঠিন হয়ে যাচ্ছে পান থেকে চুন খসলেই আইডি রেস্টিক্ট হয়ে যাচ্ছে আইডি গ্রুপ কিংবা পেইজ গায়েব হয়ে যাচ্ছে । এই কারণে কেবল মাত্র ফেসবুক আপনার লেখালেখির প্রধান মাধ্যম হওয়া উচিৎ না ।

লেখালেখির জন্য একটা ব্লগের থেকে ভাল কিছু হতে পারে না । নিজেস্ব ব্লগ সব থেকে ভাল । এতে নিজের নিয়ন্ত্রন থাকে সব থেকে বেশি । হারিয়ে যাওয়ার সম্ভবনাটা কম । অন্তত ফেসবুক কিংবা অন্য যে কোন সোস্যাল মাধ্যমের থেকে অনেক ।

তবে নিজের ব্লগ খুলতে একটা অর্থ খরচ হয় বলেই মানুষ এই দিকে সহজে যেতে চায় না । সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কিংবা ব্লগস্পটে অথবা সামহোয়্যারের মত কমিউনিটি ব্লগে একাউন্ট খোলা উচিৎ । যদিও সেখানেও নিজের নিয়ন্ত্রন থাকে না শতভাগ । অবশ্য দুনিয়ার কোন স্থানেই শতভাব নিয়ন্ত্রন থাকবে না । তারপরেও ব্লগ একটা থাকা জরূরী । নিজের ব্লগ থাকা মানে অনলাইনে নিজের একটা আইডেনটিটি । এখন যে যুগ আসছে সেখানে নিজের এই একটা অনলাইন আইডেনটিটি থাকা জরুরী ।

ফ্রিসাইট

অনেক ভাবেই আপনি ফ্রি সাইট খুলতে পারবেন । ফ্রিসাইটও চমৎকার কাজ করে । কিন্তু সমস্যা হচ্ছে এই ফ্রি সাইটে আপনার ডোমেইনের পেছনে একটা লেজ যুক্ত থাকে । ডোমেইনটা কী ধরেই নিচ্ছি সবাই জানেন । যারা জানেন না তাদের জন্য বলি। ডোমেইণ হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা । আমার সাইটের ডোমেইন হচ্ছে oputanvir.com । এটাকে বলে ডোমেইন । ফ্রি সাইট হলে নামটা এতো চমৎকার হবে না । আমার আগে ফ্রি সাইট ছিল । সেখানে নাম ছিল oputanvir.wordpress.com । সাইটটা এখন প্রাইভেট করা । তবে আরেকটা আছে oputanvir.blogspot.com । সাইটটা চালু আছে । এখানে বই পত্র নিয়ে লেখা হয় । এই যে দেখতে পাচ্ছেন পেছন blogspot, wordpress এগুলো ফ্রি সাইটের জন্য । এগুলো আজীবন ফ্রি । যাদের কোন টাকা পয়সা খরচ করতে ইচ্ছে করে না তারা এদের ভেতর থেকে একটা সাইট খুলে নিতে পারেন ।

এবার আসি টাকা খরচ করে যে সাইট বানানো হয় তার কথায় । সাইট খুলতে মূলত দুটো জিনিস লাগে । একটা ডোমেইন । আগেই বলেছি ডোমেইন কী? অন্যটা লাগে হোস্টিং । হোস্টিং কী? হোস্টিং হচ্ছে আপনার সাইটটা যেখানে থাকবে সেটা । আরো সহজ করে বললে ধরেন আপনি একটা দেওয়াল তৈরি করলেন । দেওয়ালের উপরে নিজের নামের একটা সাইনবোর্ড তাঙ্গিয়ে দিলেন । এই নামটা হচ্ছে আপনার কাস্টম ডোমেইন । আর হোস্টিংটা হচ্ছে এই দেওয়ালটা । মানে যেটার উপর আপনার নামটা রয়েছে । হোস্টিং হচ্ছে অনালইন একটা স্টোরেজ যেখানে আপনার ওয়েবসাইটটা থাকবে ।

এই দুইটাই আপনাকে টাকা দিয়ে কিনতে হবে । অর্থ্যাৎ ডোমেইনের জন্য আলাদা ভাবে টাকা দিতে হবে এবং হোস্টিংয়ের জন্য আলাদা টাকা দিতে হবে । এবং প্রতিবছর রিনিউ করতে হবে । মানে প্রতিবছরই আপনার এটার পেছনে টাকা খরচ করতে হবে । মূলত প্রতিবছর এই টাকা খরচের কারণেই মানুষ নিজের সাইট খুলতে চায় না । তবে যারা টাকা খরচ করতে চান কিন্তু বেশি টাকা খরচ করতে চান না তাদের জন্যই সিস্টেম আছে । আপনারা কেবল ডোমেইণ কিনতে পারেন হোস্টিং না কিনেই একটা ওয়েবসাইট চালাতে পারেন ।
ধরুন একটা সরকারি দেওয়াল করেই রাখা আছে । এবং সেখানে আপনি আপনার নামের সাইনবোর্ডটা কেবল টাঙ্গিয়ে দিলেন । সরকারি হওয়ার কারণে আপনার দেওয়াল বানাতে টাকা খরচ হল না কেবল নামের সাইনবোর্ডটা খরচ হল । এই কাজটা করা যায় গুগলের স্টোরেজ ব্যবহার করেন । আমার এই সাইটটা (www.iamoputanvir.live) ঠিক এই ভাবেই তৈরি করা । এই সাইটের কেবল ডোমেইনটা আমি কিনেছি । কিন্তু হোস্টিংয়ের জন্য কোন টাকা খচর করি নি । আজকে একই ভাবে আরেকটা সাইট তৈরি করলাম একই ভাবে (behudablog.xyz) । তবে এই সাইটটা আমি গুগলে না, ইনফিনিটি ফ্রি থেকে স্টোরেজ নিয়েছি । এবং এই সাইটটা বানাতে আমার খরচ হয়েছে মাত্র ৯৯ টাকা যা কিনা ডোমেইনের দাম ।

কত কী খরচ পড়বে এই সাইট তৈরি করতে?

বর্তমানে টপ লেভেল ডোমেইনের দাম একটু বেশি । টম লেভেল মানে হচ্ছে ডট কম ডট নেট এই সব ডোমেইন আমার টা টপ লেভেল ডোমেইন। আমাদের দেশী নানান সাইট থেকে কিনতে পারেন এই ডোমেইন গুলো । প্রথম বছরে একটু ছাড় দিবে । দেখলাম কেউ কেউ ৭০০ টাকা দিয়ে বিক্রি করছে আবার কেউ করছে ১৩/১৪শ টাকা টাকা দিয়ে । তবে পরবর্তী বছর থেকে মোটামুটি দেড় হাজার টাকা খরচ হবে । এক বছরে দেড় হাজার কিন্তু খুব বেশি টাকা নয় ! কেবল এই ডোমেইন কিনে আপনি গুগল কিংবা ইণফিনিটিফ্রির হোস্টিং ব্যবহার করে আপনার সাইট চালাতে পারবেন । তাহলে প্রতিবছর আপনার সাইট চালাতে খরচ হবে দেড় হাজার টাকা । আর যদি আলাদা ভাবে হোস্টিং কিনে তারপর সাইট চালান তাহলে সেটা ধরুন আরও দেড় হাজার থেকে তিন হাজার টাকা লাগবে । টাকা নির্ভর করবে আপনি কোন কোম্পানির কাছ থেকে কিনেন সেটা । তার মানে ধরেন প্রতি বছর আপানর সাইট রান করতে তিন/চার হাজার টাকা খরচ হচ্ছে । খুব বেশি কিন্তু বেশি না । বছর চার হাজার টাকা কত ভাবে খরচ হয়ে যায় তার ঠিক নেই ।

এবার ছোট একটা আইডিয়ার কথা শেয়ার করি আপনাদের সাথে । যারা খুব বেশি টাকা খরচ করতে চান না আবার একটু ফ্রি ডোমেইনও চান না তাদের জন্য । সাবডোমেইন ব্যাপার সম্পর্কে আপনাদের ধারণা আছে আশা করি । যেমন আমার সাইটের ডোমেইন হচ্ছে oputanvir.com । এখন আমি এই সাইটের আন্ডারে আরো সাইট এড করতে পারি । এই রকম একটা সাইট আমি কয়েকদিন আগে খুলেছি বিফলতার গল্পের জন্য । মনে আছে নিশ্চয়ই ? (befolota.oputanvir.com) । আপনারা কয়েকজন মিলে ঠিক এমন কিছু করতে পারেন । ধরেন একটা মেইন ডোমেইন কেনা হল । ধরেন author.com টা কেনা হল । এরপর আপনারা যারা যারা সেখান থেকে সাইট খুলতে চান পারবেন । ধরেন আপনার নাম নীলা । তাহলে আপনার সাইটের এড্রেড হবে (nila.author.com) । হ্যা এটা অনেকটা ফ্রি সাইটের মত হবে তবে সেটা কিন্তু ফ্রি সাইট থেকে ভাল হবে অনেক বেশি । এই ক্ষেত্রে খরচ কেমন হবে । ঐ যেন বললাম তিন হাজার টাকা মোট খরচ । সেটা যদি ৫ জনের ভেতরে ভাগ করে দেওয়া হয় তাহলে বছরে ৬০০ টাকা ।

ব্লগ সাইট তৈরি করা এখন খুব বেশি কঠিন কাজ না । এমন কি একটা ব্লগ সাইট চালানোও খুব কঠিন না । ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই নিজের জন্য সাইট তৈরি করে নেওয়া যায় । তবে আপনাদের এই ব্যাপারে সাহায্য দরকার হলে নির্দ্বিধায় আমাকে নক দিবেন । ডোমেইণ কেনা থেকে শুরু করে একেবারে আপনার সাইট আমি তৈরি করে দিবো একদম ফ্রিতেই । ফ্রি সাইট আপনি নিজেই তৈরি করতে পারবেন আশা করি । তারপরেও দরকার হলে আমাকে নক দিবেন । এছাড়া যদি কেবল ডোমেইন কিনে সেটা গুগল হোস্টংয়ের সাথে এড করতে সাহায্য চান সেটাও করে দিব । পুরো চাইলে পুরো সাইটটাই সেট আপ করে দিব ।

সো আর দেরি কেন ! আজই খুলে ফেলুন সাইট । আর নিজের লেখা গুলো নিজের নিয়ন্ত্রনে নিয়ে নিন । যাতে পেইজ আইডি হারিয়ে গেলেও আপনি সহজে না হারিয়ে যান ।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.


Discover more from অপু তানভীর

Subscribe to get the latest posts sent to your email.

About অপু তানভীর

আমি অতি ভাল একজন ছেলে।

View all posts by অপু তানভীর →