গল্প লিখতে আমি ভালোবাসি। এই কথা আপনারা জানেনই। ছোটবেলা থেকেই এই গল্প লেখার সাথে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল। তবে সেই লেখা খাতার সাদা পৃষ্ঠায় হত না। লেখা হত আমার মনের ভেতরে। জীবনে এমন মনে মনে কত যে গল্প আমি লিখেছি তার কোন ঠিক নেই। তবে সে গল্পগুলো আমার কাছ থেকে হারিয়েও যেত। এক কল্পনার স্থানে জায়গা নিত নতুন কল্পনা। সামহোয়্যারইন ব্লগে ২০১১ সালে লেখালেখি শুরু হল । তখন আর মনের ভেতরের গল্পগুলো আর হারিয়ে যেত না। তারপর হাটিহাটি পা পা করে কয়েকশ গল্প জমে গেল। সেই গল্প এখন নিজের সাইটে প্রকাশ হতে শুরু করেছে।