FAQ

FAQ

অনেকেই অনেক সময় আমার সম্পর্কে জানতে চান । নিচের প্রশ্ন গুলো দেখতে পারছেন এই সবই পাঠকের কাছ থেকে পাওয়া প্রশ্ন । বিভিন্ন সময়ে তা পেয়েছি এবং উত্তর দিয়েছি । সেই সব প্রশ্ন গুলো এক সাথে নিয়ে এখানে যুক্ত করে দিলাম । আশা করি এর ভেতরেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ।

১. লাস্ট কোন মানুষটি কে “I Love You” বলেছেন?
উত্তরঃ গত আড়াই বছর ধরে কেবল একজনকেই আই লাভ ইউ বলছি । বর্তমান প্রেমিকাকে।
২. লাইফের সবচেয়ে বিরক্তিকর মানুষ টি কে?
উত্তরঃ লাইফের সব চেয়ে বিরক্তিকর মানুষটিকে যে আসলে কে সেটা নির্ণয় করা মুসকিল । তবে বেশ কয়েকজন আছে ।
৩. আপনার রিলেশনশীপ স্টেটাস কি?
উত্তরঃ বর্তমানে আমি একাই আছি । আরও ভাল করে বললে একজনের কারণে আমার ভালবাসার ক্ষমতা নষ্ট হয়ে গেছে । আমি হয়তো আর কাউকেই ভালোবাসতে পারবো না কোন দিন ।
৪. কোন বিষয় টা নিয়ে সবচেয়ে বেশি আফসোস করেন?
উত্তরঃ জীবনের সব থেকে বড় আফসোস হচ্ছে ভুল মানুষের পেছনে বড় একটা সময় নষ্ট করেছি ।
৫. পছন্দের রঙ কি?
উত্তরঃ এমন কোন পছন্দের রঙটং নাই । নীল সাদা কালো হলেই হল ।
৬. কখনো কি কারো সাথে প্রতারনা করেছেন?
উত্তরঃ না । জীবনে এই কাজটা এখনও আমি করি নি । জোর দিয়ে বলতে পারি । এমন কি কারো কাছ থেকে একটাকা মেরেও খাই নি কোন দিন ।
৭. লাইফে কোন মানুষটি কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন?
উত্তরঃ বর্তমানে কাউকেই না। আমি কেবল আমার কাছে গুরুত্বপূর্ণ।
৮. সবচেয়ে প্রিয় মানুষটি কে?
উত্তরঃ তৃষা । (ছিল এক সময়ে যখন এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম । এখন আর নেই)
৯. প্রিয় কাজ কি?
উত্তরঃ ঘুমানো বলতে পারেন । বই পড়াও একটা প্রিয় কাজ ।
১০. সবচেয়ে প্রিয় গান কি এবং প্রিয় শিল্পী কে?
উত্তরঃ প্রিয় গানটানের ব্যাপার নাই । আমি এখন ঐভাবে কারো গান নির্দিষ্ট করে শুনিও না । ইউটিউব থেকে গান চালিয়ে দেই । একটার পর একটা বাজতে থাকে ।
১১. পছন্দের band কোনটি?
উত্তরঃ এক সময়ে প্রমিথিউসের গান শুনতাম খুব । এখন আর এসব নাই ।
১২. লাস্ট কোন মানুষটির সাথে গভীরভাবে কথা বলেছেন?
উত্তরঃ তৃষার সাথে
১৩. এমন কেউ কি আছে যার জন্য নিজের জীবন দিয়ে দিবেন?
উত্তরঃ এমন মানুষ আসলে এখন আর কেউ নেই।
১৪. আপনি কি কখনো প্রতারনার স্বীকার হয়েছেন?
উত্তরঃ অনেক বার । কিন্তু কখনই কাউকে প্রতারিত করি নি।
১৫. লাইফ পার্টনার হিসেবে কেমন মেয়ে পছন্দ?
উত্তরঃসত্যিই বলতে কি লাইফ পার্টনার হিসাবে যেমন মেয়ে পছন্দ তার প্রায় সব কিছুই তৃষার ভেতরে আছে । কয়েকটা ব্যাপার অবশ্য মেলে না।
১৬. লাস্ট কাকে চুমু দিয়েছেন?
উত্তরঃ প্রাক্তন প্রেমিকাকে । ২০১৩/১৪ সালের দিকে সম্ভবত ।
১৭. আপনি কি অন্ধকার ভয় পান?
উত্তরঃ মোটেই না ।
১৮. আপনার প্রিয় খেলা কোনটি?
উত্তরঃ ব্যাডমিন্টন
১৯. আপনি কি কখনো মারামারি করেছেন?
উত্তরঃ ছোটবেলাতে কয়েকবার করেছি ।
২০. কোন খাবার টি আপনি কখনই মুখে নিবেন না?
উত্তরঃ শুটকি মাছ রান্না
২১. ইউজ্যালি কয়টার দিকে ঘুমান?
উত্তরঃ ঘুমাতে ঘুমাতে দুইটা বাজতো আগে । এখন সাড়ে এগারোটার ভেতরেই ঘুমিয়ে পড়ি ।
২২. আপনি কি কাউকে ঘৃনা করেন?
উত্তরঃ একজনকে প্রবল ভাবে ঘৃণা করি ।
২৩. কোন জিনিষ টা আপনাকে নরম করে তুলে?
উত্তরঃ তৃষার মন খারাপ আমাকে আগে নরম করে তুলতো । এখন যে কিসে মন নরম হয় জানি না।
২৪. কোন জিনিষ টা আপনাকে শক্ত করে তুলে?
উত্তরঃ আমার খুব কাছের মানুষ গুলো আমার প্রতি যে অন্যায় আচরন গুলো করেছে সেগুলো ভাবলে।
২৫. এই মূহূর্তে ঠিক কেমন অনুভব করতেছেন?
উত্তরঃ কিছুই না । আমাতত একটু ক্ষুধা লেগেছে ।
২৬. আপনি কি “Love At First Sight” এ বিশ্বাস করেন?
উত্তরঃ নাহ । প্রথম দর্শনে ভাল লাগার ব্যাপারটা আসতেই পারে । সেটা পরবর্তিতে ভালবাসায় পরিনত হতে পারে । কিন্তু প্রথম দর্শনেই প্রেম হয় না।
২৭. আপনি কি কারো কাছে অনুতপ্ত?
উত্তরঃ একজন ভুল মানুষের পেছনে জীবনের অনেক টা সময় নষ্ট করেছি !
২৮. আপনি কি আপনার লাইফ স্টাইল পরিবর্তন করতে চান?
উত্তরঃ না, মোটেই না !
২৯. লাস্ট কোন গানটি শুনেছেন?
উত্তরঃ ফার্স্ট এইড কিটের ”সিলভার লাইটেনিং”
৩০. আপনার লাইফের বেস্ট Year কোনটি?
উত্তরঃ বলা যায় ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯ । এই চারটা বছর একই রকম ছিল এবং একই রকম চমৎকার । স্কুলের ২০০৪ সালটা অনেক চমৎকার আর অন্য রকম ছিল ।
৩১. সপ্তাহের প্রিয় দিন কোনটি?
উত্তরঃ যেদিন আসলে কাজ থাকে বেশি । বেশি এমনও দিন গেছে যেদিন সকালে উঠে বের হয়েছি বাসায় এসেছি রাত এগারোটার দিকে । এই দিন গুলো ভাল লাগে এখন ।
৩২. আপনি কি মনে করেন কেউ আপনাকে ঘৃনা করে?
উত্তরঃ হ্যা । একজন আছে যাকে প্রচন্ড ঘৃণা করি ।
৩৩. কোন জিনিষ টা আপনাকে হ্যাপি করে তুলে?
উত্তরঃ প্রিয় কারো সাথে কথা বলা আর ঘুরে বেড়ানোটা মন খুশি করে তোলে।
৩৪. কোন জিনিষ টা আপনাকে সবচেয়ে কষ্ট দেয়?
উত্তরঃ এখন আর কোন কিছুতেই কষ্ট পাই না । সব কিছু সয়ে গেছে ।
৩৫. আপনি কি খুব সহজেই মন খারাপ করে ফেলেন?
উত্তরঃ হ্যা আগে এক সময় খুব সহজেই আমার মন খারাপ হত । এখন অবশ্য হয় না ।
৩৬. আপনি কি লেখাপড়া করেন?
উত্তরঃ না শেষ । ২০১৫ সালে।
৩৭. লাস্ট কবে আপনার আব্বা আম্মার সাথে গভীরভাবে কথা বলেছেন?
উত্তরঃ বলি নি ।
৩৮. আপনি কি অন্য কোন ভাষায় কথা বলতে পারেন?
উত্তরঃ হ্যা । ইংরেজি আর হিন্দি । উর্দুটা কিছুটা পারি !
৩৯. আপনি কি মনে করেন আপনি একজন ভালো মানুষ!
উত্তরঃ আমি নিজেকে ভাল মানুষ মনে করি । তবে আমার ভেতরেও কিছু খারাপ দিক আছে । নিজেকে ভালমানুষ মনে করার পেছনে কারণ হচ্ছে আমি আজ পর্যন্ত কারো কোন ক্ষতি করি ইচ্ছে করে বা স্বজ্ঞানে, কারো টাকা পয়সা মেরে খাই নি ।
৪০. নিজের দেশ বাদে অন্য কোন দেশ ভ্রমন করছেন?
উত্তরঃ আমার পাসপোর্ট নাই ।
৪১. শেষবারের মত কোন খাবার টি খেয়েছিলেন?
উত্তরঃ কবে যে কাচ্চি খেয়েছি মনে করতে পারছি না ।
৪২. একটানা কত ঘন্টা জেগে থাকতে পারবেন বলে মনে করেন?
উত্তরঃ আমার কাছে দুনিয়ার প্রায় সব কিছু খেতে ঘুম বেশি পছন্দ । এই বেহুদা এক্সপেরিমেন্ট করি নি।
৪৩. অতীতের কাউকে মিস করেন?
উত্তরঃ নাহ ! কাউকে না ।
৪৫. আপনি কি মনে করেন, আপনার যা কিছুই আছে আপনার জন্য এনাফ?
উত্তরঃ বর্তমানে আমার যা আছে তাতেই আমি খুশি । কেবল তৃষার সাথে বিয়া হইলেই আর কিছুই চাওয়ার থাকতো না। তবে এখন আর কাউকেই বিয়ে করতে চাই না । বাকি জীবন এভাবেই কেটে যাবে আশা করি।
৪৬. আপনি কি ধুমপান করেন?
উত্তরঃ না । কোন দিন করি নি ।
৪৭. আপনি কি এ্যালকোহল ড্রিংক করেন?
উত্তরঃ না কোনদিন করি নি ।
৪৮. মানুষের জন্য কোন Advice আছে?
উত্তরঃ কারো কাছ থেকে কোন উপদেশ নিতে যাবেন না ।
৪৯. আপনার বয়স কত?
উত্তরঃ জন্ম ১৯৮৯ সালে । বাকিটা হিসেব করে নিন ।
৫০. আপনার ওজন এবং উচ্চতা কত?
উত্তরঃ ওজন ৬১ কেজি । উচ্চতা ৫’৮.৫”।
৫১. আপনার সম্পর্কে আমার ধারণা, নিজের মতামত দেয়ার সময়ে আর কিছু করার সময় অন্য কেউ কী ভাববে বা কিছু মনে করবে কিনা সেদিক দিয়ে ‘ডোন্ট কেয়ার’ টাইপ ব্যক্তি। এই দিকটা ভালো লাগে৷ রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে কৌতুহল থাকলেও এই সম্পর্কে প্রশ্ন করতে ইচ্ছে হয় না। আপাতত প্রশ্ন হল- নতুন লেখকদের মধ্যে প্রিয় কে? আর বিংশ শতাব্দীর?
২০১৭ এর দিকে আপনার আইডিতে যুক্ত ছিলাম, কিভাবে সেটা ভুলে গিয়েছি, তখন থেকেই লিখা পড়ি তাই এরপরে আইডি অফ হওয়ার পরে পেইজটা খুঁজে ফলো করি। শুভকামনা আপনার জন্যে ।

– আপনার ধরনা ঠিক আছে । কে কি মনে করলো এটা নিয়ে আমি আসলে কিছুই ভাবি না । তবে আমার জীবনে খুব অল্পকিছু মানুষ আছে যাদের আমি কেয়ার করি । তারা কি ভাবলো সেটা আমি আমি খুবই কেয়ার করি । আমার প্রিয় লেখক আসলে কেউ নেই তেমন করে । তবে থ্রিলার, ভুতের গল্প লেখে এমন সব লেখাই আমার পছন্দ । তবুও পছন্দের লেখক বলতে শিহাব ভাই আছে, মোহাম্মাদ নাজিম উদ্দিন, হাজির রহমান রিকের গল্প আমার পছন্দ ।
আপনার জন্য শুভকামনা ।

৫২. বই বের করবেন কবে?

উত্তরঃ একটা বই বের করার ইচ্ছে আমার । কবে বের করবো জানি না ।

৫৩. কেমন আচেন আপনি লেখক সাহেব? আচ্চা কেউ একজন কে গৃনা করা ওছিত but গৃনা করতে পারিছি না কি করা জায়?

উত্তরঃ আমি ভালই আছি । যখন ঘৃণা করতে পারছেন না তখন সহ্য করুন ,

৫৪. Sir apnar priyo facebook Writer ar priyo facebook er golpo konta??

উত্তরঃ হলিডে

৫৫. সরি এই প্রশ্নের জন্য, বিয়ে করবেন কখন?
আপনার পিকগুলোতে একটা মেয়েকে দেখা যায়, উনিই কি আমাদের ভাবি?
একটা অন্তত বই বের করুন, আপনার লেখা পড়ে, আপনার থেকে শিখে অনেকেই বই বের করলো। আপনি কখন করবেন?
ধন্যবাদ

উত্তরঃ আমার বিয়ের কোন ঠিক নেই । না হওয়ার সম্ভাবনা বেশি । না ছবি গুলো সম্ভবত মডেল স্পর্শিয়ার । সে আপনাদের ভাবি নন । আমি কবে বই বের করবো ঠিক নেই । কোন একদিন বের হবে হয়তো ।

৫৬. Apni biye korben kokhon?

উত্তরঃ আমার বিয়ের কোন ঠিক নেই । না হওয়ার সম্ভাবনা বেশি ।

৫৭. অপু ভাই আপনি আমার কেমন পছন্দের লেখক তা বলে বোঝাতে পারবো না। সেই ১৪-১৫ থেকে আপনার পেজ ফলো করি। আপনার প্রোফাইল ডিজেবল হওয়ার কষ্ট গুলো; সাথে ছিলাম আছি থাকবো। আমার ইচ্ছে একটাই আপনার সাথে দেখা করা।।।আশা করি পূরণ হবে একদিন।
উত্তরঃ আপনার আশা পূরন হওয়ার সম্ভবনা একেবারেই নেই । তারপরেও উপরওয়ালা চাইলে কি না হয় !

৫৮. assalamu alaikum opu vaia, kmon acen apni?
উত্তরঃ (সালামের জবাব) আছি আমি ভালই । খারাপও না আবার খুব ভালও না ।

৫৯. কি করছেন?
উত্তরঃ কিছুই না । আপাতত প্রশ্নের জবাব লিখছি ।

৬০. Hello opu vai kemon asen? Ai muhurty apni kothay asen and ki korsen???
উত্তরঃ এই মহুর্তে আমি আমার রুমে পিসি টেবিলের সামনে বসে আছি । আপনার প্রশ্নের উত্তর লিখছি ।

৬১. কথা বলেন না কেন আমার সাথে?
উত্তরঃ জীবনের অন্যতম ভুল ছিল আপনার সাথে কথা বলা । ২০২০ এ আমি আর এই ভুল করতে চাই না ।

৬২. আপনার এক্সের নাম কি??
উত্তরঃ আমার অনেক জন এক্স আছে । এদের নাম যদি বলতে হয় তাহলে প্রথমে নাম নিতে ইভা এর পর শ্রাবণী । এরা প্রথম এবং দ্বিতীয় জন । আরও আছে । সর্বশেষ এক্স হচ্ছে তৃষা ।

৬৩. অপু ভাই…আপনার এই পেইজে যখন গল্প দেন তখন ব্লগের লিংক দেন। সবসময় তো আর ফোনে এমবি/ওয়াইফাই থাকেনা। আর যখন থাকে তখন আপনার গল্প পড়ার সময় হয়ে ওঠেনা। যার ফলে আপনার গল্পগুলো মিস করি। এখন থেকে ব্লগের লিংক না দিয়ে পেইজে সরাসরি গল্প পোস্ট করার অনুরোধ রইলো…
উত্তরঃ আমি ফেসবুক থেকেও আগে ব্লগের লেখক । আগে সেখানেই প্রকাশ করি গল্প । ব্লগে যে সব গল্প প্রকাশ করা হয় তার বেশির ভাগই ফেসবুকে দেওয়া হয় পরে । সাথে সাথে নয় । এমবি না থাকলে কিছু সময় অপেক্ষা করতে হবে ।

৬৪. জীবনে কোন ডাক্তার মেয়ের সাথে প্রেম করেছেন?
উত্তরঃ সে ডাক্তার হয়ে ওঠে নি পুরোপুরি । পড়ছে ।

৬৫. I love you
উত্তরঃ আমিও আমাকে ভালবাসি । আমাদের মাঝে অনেক মিল রয়েছে তো !

৬৬. ভাই আমি জানি আপনার পড়াশোনা শেষ| তো কোন বিষয়ে পড়াশোনা করেছিলেন? এর আগেও প্রশ্ন করেছিলাম উত্তর পাইনি|
উত্তরঃ আমার পড়াশুনা শেষ অনেক আগেই। আমার পড়াশুনার বিষয় ছিল অর্থনীতি । আগে কোন প্রশ্ন করেছিলেন মনে নেই ।

৬৭. Apnar lekha protita golpo ami porar cesta kori.amr kub vlo lage.sob golpe je opu r bastob opu r modde kno ki mil ase ?
উত্তরঃ আমার গল্প পড়েন জেনে ভাল লাগলো । না । গল্পের অপুর সাথে বাস্তবের অপুর কোন মিল নেই । বাস্তবের অপু কোন ভাবেই গল্পের অপুর মত নয় ।

৬৮. আপনার দৃষ্টিতে সফলতা মানে কি?
উত্তরঃ নিজের মনের কাছে সুখী থাকতে পারা । যদি প্রতিরাতে ঘুমের সময় মনে হয় সে সুখী একজন মানুষ তাহলেই সে জীবন সফল । এই সুখী ভাবটা আনতে অনেক কিছুই তাকে করতে হয় !

৬৯. তৃধা আনিকাকে লেখক হিসেবে আপনার কেমন লাগে? দু বাক্যে যদি জানাতেন।
উত্তরঃ আমি পাঠক হিসাবে খুবই খুতখুতে । আমার সহজে কিছু পছন্দ হয় না । প্রায় প্রতিটা বই পড়তে গিয়েই আমার কোন না কোন সময়ে মনে হয়েছে, কি ঘোড়ার ডিম লিখেছে । কিন্তু জীবনে কেবল দুজন মানুষের লেখা পড়তে গিয়ে আমার কোনদিন এই মনভাবটা আসে নি । দুইজনের একজন হচ্ছে তৃথা আনিকা ! দুই বাক্যে লেখা গেল না । অন্যের কাছে কি মনে হয় আমার জানা নেই । আমি নিজের মনভাব ব্যক্ত করলাম !

৭০. কত গুলো মেয়ে আপনাকে ভালবাসে, জানেন ?
উত্তরঃ এগুলো আসলে ভালবাসা না । মোহ বলতে পারেন । অনলাইনে কেউ আমাকে ঠিক মত চেনেই না । আমি কখনও নিজেকে তাদের সামনে প্রকাশ করি না । তারা আমাকে চেনে কেবল আমার গল্প পড়ে । অনেকের ধারনা যে গল্পের অপুর মত বুঝি বাস্তবের অপু । তারা ঐ গল্পের অপুকে ভালবাসে পছন্দ করে, আমাকে নয় । আমাকে পছন্দ করার কিছু নেই ।

৭১. আপনি রোমান্টিক কমেডি এত কম লেখেন কেন ? আপনার রোমান্টিক কমেডি গল্পগুলো বেস্ট।
উত্তরঃ একটা সময়ে আমি প্রচুর রোমান্টিক কমেডি লিখেছি । প্রচুর বলতে প্রচুর ! এখন আর লেখা হয় না তার পেছন দুইটা কারণ বের করা যেতে পারে । এক তখন আমার বয়স কম ছিল । মনভাব ভাব ছিল অন্য রকম । এখন সে রকম টা আর নেই । এই জন্য হয়তো আর লেখা হয় না । দ্বিতীয়টা হচ্ছে এখন আর থিম খুজে পাই না । যেটাই লিখতে যাই মনে হয় আরে এই রকম তো আগে একটা লিখেছি!

৭২. আপনাকে যদি কেউ বিয়ে করতে চায়, করবেন?
উত্তরঃ আমার সম্ভত মানুষকে ভালোবাসার ক্ষমতা নষ্ট হয়ে গেছে । তাই বিয়ে করলে জীবন সুখের হবে না । বেটার না করাই ভাল ।

৭৩. আপনি কি বেশি ভাব নেন? সবাই বলে যে ভাব নেন । এটা কি সত্যি?
উত্তরঃ এটাকে ভাব বলে কি না জানি না তবে আমি বরাবরই এমনই । মানুষের সাথে কম মিশি কম কথা বলি । এখন আমি এমন কেন সেটার উত্তর আমার কাছে নেই । আমি ছোট বেলা থেকেই এমন । এটাকে ভাব বললে ভাব !

৭৪. কত গুলো প্রেম করেছেন?
উত্তরঃ অনেক গুলো । সাত আট টা তো হবেই ।

৭৫. আপনি কি করোনাতে আক্রান্ত । যদি হয়ে যান তাহলে কি অনুভূতি হবে ?
উত্তরঃ আমি করোনাতে আক্রান্ত হয়েছিলাম ২০২০ সালের সেপ্টেমবরে । তবে সেটা আমাকে খুব বেশি কাবু করতে পারে নি । সামান্য একটু নিঃশ্বাসে সমস্যা হয়েছিল এই যা ।

৭৬. এমন একটা গল্প চাই, যেখানে মেয়ে ডিজিএফআই এর হেডের মেয়ে থাকবে আর ছেলে ঘটনাচক্রে অন্য দেশের গোয়েন্দা জালে ফেঁসে গেছে।
উত্তরঃ দেখা যাক ! কথা দিতে পারছি না !

৭৭. আপনাকে আমার কিছুই জিগ্যেস করার নেই,শুধু অনুভূতি জানানোর আছে।সম্ভবত ১৪তে ফেসবুক খুলি।গল্পপ্রেমি হওয়ায় রোমান্টিক গল্প নামক পেজে রেগুলার ছিলাম (নতুন বলে সব গিলতাম)।ওখানে গল্পের শেষে গিয়ে লেখকের নাম লেখা হতো!যখনই কোন লেখা ভালো লাগতো শেষে গিয়ে অদ্ভুত ভাবে আপনার নাম আবিষ্কার করতাম!সেই সাথে অন্তিম নীলাদ্রি আপুও ছিল,দ্বিতীয় স্থানে!মিথ্যে বলব না,এত বছরে অনেকের লেখাই আপনার চাইতে বেশি ভালো লেগেছে,কিন্তু কথায়তো বলে প্রথম প্রেম(লেখার) ভোলা যায়না!
উত্তরঃ আপনার অনুভূতি জেনে খুশি হলাম ।

৭৮. আসসালামু আলাইকুম অপু ভাই। “দ্বিতীয় বাসর রাত” গল্পটি টোটাল কত পর্ব দিয়ে শেষ করবেন?
উত্তরঃ এটা এখনও ঠিক করি নি । তবে বিশ পর্ব মত লিখবো । ত্রিশ হাজার শব্দের একটা ছোট উপন্যাসিকার মত হবে আশা রাখি।

৭৯. ১.বয়স? ২.কর্মজীবি হিসাবে কি করেন ? ৩.বিবাহিত? ৪.কোন বিষয়ে স্টাডি করেছেন? ৫.আপনার স্বপ্ন কি? ৬.গান গেয়ে ফেসবুক এ পোস্ট করার হিম্মত রাখেন কি?
উত্তরঃ কিছু প্রশ্নের উত্তর আগেই দিয়েছি তাই সেগুলো আর দিবো না । ১. জন্ম ১৯৮৯ সালে। ২. ছাত্র পড়াই । এছাড়া কিছু অনলাইনে কাজ কর্ম করি । ৫. আমার তেমন কোন স্বপ্ন নেই । আপাতত স্বপ্ন তাকে নিয়ে জীবন যাপন করা । ৬. বেহুদা কাজ করার দরকার আছে কি !

৮০. প্রশ্ন ১ঃভাই আপনার বয়স কতো এখন? প্রশ্ন ২ঃ বিয়ে না করার কারন কি?
উত্তরঃ ২. বিয়ের না করার কারণ হচ্ছে যাকে বিয়ে করতে চাই সে আমাকে বিয়ে করতে চায় না ।

৮১. গতকালকে একটা পোস্ট করছিলেন যে, যেসব লেখকেরা সমালোচনা নিতে পারেনা, সমালোচকের উপর রেগে যায় ক্ষেপে যায় তারা লেখক হওয়ার যোগ্যতা রাখেনা বড়জোর ফেচবুক পোস্টদাতা হতে পারে, এইটা কি কাউকে উদ্দেশ্য করে লেখা? হলেও কাকে উদ্দেশ্য করে লেখা?

উত্তরঃ এটা কউকে উদ্দেশ্য করে লেখা না । এটা সকল ফেসবুক রাইটারদের একটা কমন টেন্ডেন্সী । সবার মাঝেই এই ব্যাপারটা আছে খুব ।

৮২. Jahedul Haque Shovon নামে একজন লেখকের গল্প কখনো পড়েছিলেন কি? পড়ে থাকলে উনার লিখা সমন্ধে আপনার অনুভুতি জানতে চাচ্ছি?  আর না পড়ে থাকলে সময় করে পড়ে অনুভুতি জানানোর অনুরোধ করলাম।
প্রশ্নঃ শোভনকে আমি অনেক আগে থেকেই চিনি । আগে একটা গ্রুপে আমি গল্প পোস্ট করতাম । সেই গ্রুপের এডমিন ছিল সে । তারপর আগের আইডিতে লিস্টে ছিল । সত্যিই বলতে ওর গল্প আমি পড়ি নি । ওর কেন আমি ফেসবুকে খুব কম মানুষের গল্প পড়েছি । আমি ব্লগের মানুষ । ব্লগে বেশি পড়ি ।

৮৩. যদিওবা ব্যক্তগত প্রশ্ন । আপনার বয়স কত? আর বর্তমানে কি প্রেম করেন?
উত্তরঃ না বর্তমানে আমি আর প্রেম করছি না। ২০২১ সাল থেকে বর্তমান পর্যন্ত ফ্রি।

৮৪. অপু ভাই কেমন আছেন বলে বোকার পরিচয় দিব না।পরিস্থিতি বলে দিচ্ছে কেমন আছেন। বলেন তো ভালো ছেলেরা কেন খারাপ মেয়েদের প্রেমে পড়ে?
উত্তরঃ মানুষ কেন প্রেমে এই প্রশ্নের উত্তর আজও কেউ জানতে পারলো না । আর আপনি এর ভেতরে আবার ভাল খারাপ নিয়ে আসছেন । আগে প্রেমে কেন পড়ে সেইটা বের করেন । তারপর ভাল খারাপের উত্তর পাওয়া যাবে।

৮৫. মুভি কেমন দেখা হয়? আপনার দেখা প্রিয় পাঁচটি হলিউড মুভি?
উত্তরঃ আমি প্রচুর মুভি দেখি । একটা সময় প্রতিরাতে একটা দুইটা মুভি দেখতাম । এখন অবশ্য কমে গেছে । পছন্দের মুভি আসলে ঐভাবে ঠিক করা নেই । আমি মূলত সুপারহিরো মুভি গুলো দেখতে বেশি পছন্দ করি । ভুতের মুভিও পছন্দের । ভাল কাহিনী হলেই আমি খুশি !

৮৬. আপনি কি কোন এক সময় দেশের বাইরে থাকতেন?
উত্তরঃ আমি সারা জীবন দেশের ভেতরেই থেকেছি । বাইরে যাই নি । এমনি আমার পাসপোর্ট পর্যন্ত নেই ।

৮৭. আসসালামু আলাইকুম। ফেসবুকে প্রথম গল্প পড়া আপনার গল্প দিয়েই শুরু। ছোট গল্প কিন্তু রেশ রয়ে যায় অনেকক্ষন। প্রশ্ন হলো নিজেকে ফিউচারে কোন জায়গায় দেখতে চান? পছন্দের বই কি কি (বাংলা)
উত্তরঃ আমি নিজেকে কোন পর্যায়েই দেখতে চাই না । যেমন আছি তেমনই ভাল । আমার উচ্চাশা নেই । বই পছন্দের বলতে আমি এক বই দ্বিতীয়বার পড়ি না একদম তা যত ভাল লাগুকই না কেন !

৮৮. আপনার সবসময় মন ভালো থাকে; এর রহস্য কি?
উত্তরঃ আমার মন আসলে সব সময় ভাল থাকে না । আরও ভাল করে বললে বেশির ভাগ সময়ই আমার ভাল থাকে না । খুব কম সময়ের জন্য ভাল থাকে । রাসেল ভাইয়ের মত বলি মন ভাল থাকে সব সময় । খারাপ আছি বললে মানুষ আবার সেইটার কারন জানতে চায় । এইটার উত্তর দিতে ইচ্ছে করে না । ঝামেলা এড়াতে বলি ভাল আছি !

৮৯. আপনি কখনো সাদ আহমেদের গল্প পড়েছেন?
উত্তরঃ না পড়ি নি ।

৯০. আপনি কোন প্রেমে পড়া পছন্দ করেন। প্রথম দেখাতেই প্রেমে পড়া নাকি মিশতে মিশতে প্রেমে পড়া।
উত্তরঃ দুইটার মজা দুই রকম । দুইটাই ভাল।

৯১. সকাল বেলা কখন ঘুম থেকে ওঠেন?
উত্তরঃ কোন ঠিক নেই । আগে অনেক বেলা করে ঘুমাতাম । এখন একটু তাড়াতাড়ি উঠি । সেটা ছয়টা থেকে সাড়ে আটটার ভেতরে । আর যদি খুব বেশি দেরি করে উঠি তাহলে সাড়ে নয় টা !

৯২. apne namaz poren?
উত্তরঃ না এখন আর পড়ি না।

৯৩. সকালে প্রতিদিন ঘুম ভেঙ্গে কি মনে হয়?
উত্তরঃ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমার তার কথা মনে হয় । আমার ফোনে তার একটা ছবি সেট করা আছে ২০১৭ সাল থেকে । সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজই হচ্ছে ফোনের স্ক্রিন চালু করা, চোখ না খুলেই ।

৯৪. আপনি কোন নাটকের গল্প কেন লিখেন না কেনো?
উত্তরঃ কারন কেউ লিখে দিতে বলে না । আবার সমস্যা আছে কেউ লিখে দিতে বলতেও হয়তো লিখতে পারতাম না । আমার লেখা গুলো আসে নিজ থেকে । কেউ যদি বলে এটা করে দাও লিখে দাও তাহলে আমার লেখা আসতে চায় না । বড় অদ্ভুত আমার মন !

৯৫. আপনি কি ভাল না খারাপ?
উত্তরঃ জানি না । মাঝে মাঝে মনে হয় আমি খুব খারাপ আবার মাঝে মাঝে মনে হয় খুব ভাল । তবে আমি এখনও পর্যন্ত স্বইচ্ছেতে অন্যের ক্ষতি করি নি । আমার কারনে কারো ক্ষতি হয়েছে বলে আমার জানা নেই । এছাড়া খারাপ কাজ বলতে যেগুলো সমাজে প্রচলিত আছে সেসবের কিছুই কোনদিন করি নি ।

৯৬. আপনার বয়স, বাসস্থান,শিক্ষা ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে কিছু বলুন।
উত্তরঃ এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছি ।

৯৭. আপনি কি আমার ইউটিউব চ্যানেলের জন্য স্ক্রিপ্ট লিখে দিতে পারবেন.? মানে সময় হবে কি…?
উত্তরঃ নির্ভর করে আপনি কি ধরনের লেখা চান । তবে এই কাজ আমি আগে করি নি । কোন থিম দিলে এবং সময় থাকে কিছু একটা গল্প হয়তো আমি দাড় করাতে পারবো । এর বেশি কিছু না ।

৯৮. কাকে সব চেয়ে ভাল ভাবেন?
উত্তরঃ ইদানীং ভালবাসার উপর থেকে কেন জানি ভরশা উঠে গেছে । কাউকেই আর ভালবাসি না এখন । না ভুল বললাম বাসি । একজনকে ভালবাসি সব থেকে বাসি । তবে সেটা আর বলার মত কিছু নেই । জীবনের সব বড় বড় আঘাত আমি পেয়েছি এই কাছের মানুষ গুলোর কাছ থেকেই ।

৯৯. আসসালামু আলাইকুম ভাইয়া । আপনি জীবনে কত বই পড়েছেন?
উত্তরঃ কত বই যে পড়েছি তার কোন হিসাব নেই । তবে হাজার খানেক তো হবেই আশা করি ! গুডরিডসে এনলিস্টেডই আছে সাড়ে পাঁচশর উপরে ।

১০০. কোন কাজ করতে বেশি ভালবাসেন?
উত্তরঃ খেতে আর ঘুমাতে

১০১. apni poca golpo kno liken? r likhben na.
উত্তরঃ আচ্ছা আর লিখবো না।

১০২. আপনি কি অহংকারী?
উত্তরঃ হয়তো আবার হয়তো না । আসলে আমি মানুষকে নিজের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি না । খুব কম মানুষ আছে যারা আমার কাছে গুরুত্বপূর্ণ । বাকি সবাই কী ভাবল না ভাবল তাতে আমার কিছু যায় আসে না । এই কারণেই তাদের ব্যাপারে আমার একটা ডোন্ট কেয়ার ভাব আছে । এই জন্যই হয়তো আমাকে অহংকারী মনে হয় অনেকের কাছে।

১০৩. আপনার প্রিয় খাবার কি কি?
উত্তরঃ প্রিয় খাবারের লিস্ট অনেক লম্বা । মাছ মাংস ভাত পোলাও দেশী বিদেশী সব কিছুই আমি পছন্দ করি ।

আশা করি আমার সম্পর্কে সব কিছুই জানা হয়ে গেছে এই প্রশ্ন গুলো থেকেই । তারপরেও যদি কিছু জানার থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন আমার এই কন্ট্যাক্ট পেইজ থেকে । আশা করি উত্তর পেয়ে যাবেন । এছাড়া গল্পের লিংক সরাসরি পেতে হোয়াটস গ্রুপ কিংবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।