মনভাব

4.4
(9)

কয়েকদিন আগে ফ্রেন্ড লিস্টের একজনের শেয়ার করা একটা পোস্ট চোখে পড়ল । পোস্টের লেখক তার ৪১ বছর জীবনে দেখা অভিজ্ঞতা থেকে কয়েকটি ব্যক্তিগত বক্তব্য তুলে ধরেছেন । আমার বয়সও তো কম হল না । প্রায় কাছাকাছি বয়স আমার । আমি সেগুলো পড়ার পড়ে মনে হল আমার মনভাবও অনেকটা একই রকম । কয়েকটা আপনাদের সামনে তুলে ধরছি ।

১। টাকা পয়সা জগতের সব থেকে দরকারি জিনিস । পৃথিবীতে এর থেকে দরকারি জিনিস আর নেই । বিশেষ করে পুরুষ মানুষের জন্য এই টাকা পয়সা সব থেকে জরুরী । এটা না থাকলে আপনার কোন মূল্য নেই এবং আপনার কাছের মানুষের কাছেই আপনি দাম পাবেন না । কাছের মানুষ বলতে আপনার বাবা মা বউ ছেলে মেয়ে এদের কথা বলেছি ।

২। আমাদের দেশের বেশির ভাগ মানুষই সুযোগ সন্ধানী এবং অকৃতজ্ঞ । কাউকে যদি আপনি উপকার করেন তাহলে সে এটা মনে রাখবে না যে আপনি তার বিপদে সাহায্য করেছিলেন । বরং এটা মনে রাখবে যে আপনার কাছ থেকে আবারও সুযোগ নেওয়া যাবে । আর যদি একবার সে টের পেয়ে যায় যে আপনি না বলতে পারেন না তাহলে তো আর কথাই নেই ।

৩। বেশির ভাগ মানুষই অপরাধ করে না সুযোগ ও সাহসের অভাবে । আমাদের দেশের ক্ষেত্রে এটা প্রবল ভাবে সত্য ।

৪। করমা বলে আসলে যে কথাটা আমরা বলি সেটা আসলেই নেই । অন্তত সেটা সবার বেলায় সেটা সত্যি না । কারণ আমি কত মানুষকে দেখেই প্রচন্ড অবরাধ অন্যায় করেও কোণ ফল ভোগ না করেই মারা গেছে শান্তিতে ।

৫। মানুষের জীবনের উপর তার নিয়ন্ত্রন থাকে না । নেই । কখন কিভাবে আপনি যে নিজের জীবনের নিয়ন্ত্রন হারিয়ে ফেলবেন তার কোন নিশ্চয়তা নেই ।

৬। মানুষের থেকে পশুপাখিরা ভাল । মানুষ কেবল মানুষের ক্ষতিই করে নিজের স্বার্থে । অন্য দিকে পশু পাখি কেবল খাদ্য এবং নিরাপত্তার জন্য অন্যের উপর হামলা করে।

৭। লাইফে সেক্স খুবই জরুরী একটা ব্যাপার । খাওয়া দাওয়ার মতই । সঠিক সময়ে এই জিনিস না পাইলে মানুষের জীবনের স্বাভাবিকতা নষ্ট হয় । সবাই তো আর আমার মত মহান হয় না ! 😉

৮। আমাদের দেশের মানুষ অন্যের অপমান অন্যের ক্ষতি হতে দেখলে অনন্দ পায় । এবং এই আনন্দ পায় সব থেকে বেশি পায় আত্মীয় স্বজনেরা ।

৯। আপনি যখন একেবারে নিজ থেকে, কাউকে দেখনো কিংবা ফেসবুকে পোস্ট দেওয়া জন্য নয়, এমন ভাবে কারো উপকার করবেন তখন একটা অদ্ভুত শান্তি পাবেন । এই শান্তি কোটি টাকা দিয়েই কিনতে পারবেন না ।

১০। জীবনের আসলে কোন উদ্দেশ্য নেই । দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ একই রকম কাজ করে যাচ্ছে প্রতিদিন । জন্মানো, খাওয়া বড় হওয়া, সেক্স করা, বাচ্চা জন্ম দেওয়া, তাদের বড় করা বুড়ো হওয়া তারপর মরে যাওয়া । সবার সাইকেল এই একই ।

আপাতত এ গুলোর দিলাম । এই মনভাবের সাথে যে আপনার মনভাব মিলতেই হবে এমন কিছু না । এগুলো আমার মনের কথা । কারো সাথে মিলতে পারে আবার নাও পারে । আমার যেমন ঐ লেখকের সাথে মিলেছে । আরও অনেক গুলো আছে । সেগুলো পড়তে পারেন নিচের লিংক থেকে ।

আসল পোস্ট

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.


Discover more from অপু তানভীর

Subscribe to get the latest posts sent to your email.

About অপু তানভীর

আমি অতি ভাল একজন ছেলে।

View all posts by অপু তানভীর →