ফুটবল বিশ্বকাপ চলছে । আমরা সবাই কোন না কোন দল দল সাপোর্ট করছি । আমাদের মাঝে কেউ কেউ আবার পাগলা ফ্যান আছে । কেউ আছে বিরক্তিকর পর্যায়ে চলে যাওয়া ফ্যান । আমি মোটামুটি মানের ফুটবল ফ্যান । টুর্নামেন্টের সব খেলা গুলো আমি দেখার চেষ্টা করি । এই সময়ে অন্য কোন কাজে আমার ঠিকঠাক মন বসে না । বই পড়া মুভি দেখায় মন বসে না । এমন কি খেলা চলাকালিন সময়ে বাইরে গেলে বারবার দেখতে ইচ্ছে করে যে কোন দল জিতলো । বিশ্বকাপ নিয়ে মানুষের মাঝে এই উত্তেজনা উন্মাদনা আমার ভাল লাগে । আমার কাছে মনে হয় এই অনুভূতি গুলো একেবারে আসল অনুভূতি । একেবারে র । এই যে আর্জেন্টিনা হেরে যাওয়ার ফলে আমার স্টুডেন্ট চোখের পানি ফেলছে, মন খারাপ করছে, ব্রাজিলের গোলে আনন্দে লাফিয়ে উঠছে – এই অনুভূতি একেবারে আসল মনে হয় আমার কাছে । আমরা সব সময় কোন না কোন কাজ করি স্বার্থের জন্য কিংবা কোন কারণে কিন্তু হাজার হাজার মাইক দুরে কোন একটি দলের পরাজয়ে আমরা কাঁদছি, জয়ে আমরা উল্লাস করছি, কেন করছি? এই প্রশ্নের সঠিক উত্তর বুঝি আমাদের কারো কাছে নেই । আমরা কেবল এমনটা অনুভব করি । মনের ভেতর থেকে !
প্রতিবার আমি বড় আগ্রহ নিয়ে খেলা দেখি । তবে খেলা যখন শেষ হয়, যখন জয় পরাজয় নির্ধারিত হয়ে যায় তখন তখন আমার সব উত্তেজনা কমে আসে । সেখানে একটা মন খারাপের ব্যাপার এসে জমা হয় । বড় অদ্ভুত ভাবে যখন সবার চোখ থাকে বিজয়ী দলের দিকে আমার চোখ থাকে তখন পরাজিত দলের দিকে, সেই পরাজিত দলের সমর্থকদের দিকে । তাদের চেহারা বারবার কেবল আমার চোখের সামনে সেই সব হতাশ, অশ্রসজল চেহারা গুলো ভেসে ওঠে । এমন কি নিজের সমর্থিত দলও যদি জিতে যায় তবুও আমার চোখ যায় পরাজিত মানুষ গুলোর দিকেই । এমনটা হয় বারবার । প্রতিবার । গত বিশ্বকাপে খুব করে যাচ্ছিলাম যেন ফ্রান্স জিতে যায় অথচ ফ্রান্সের জেতার পর আমার মন খারাপ হল ক্রোয়েশিয়ার জন্য ।
কারণটা হয়তো আমি সব সময় সেই সব পরাজিত চোখে নিজেকে দেখতে পাই । আমি সারা জীবন কেবল পরাজিত হয়ে এসেছি । পরিবার বন্ধু কিংবা ভালোবাসার কাছে । আমি সব সময় দেখে এসেছি সবাই কিভাবে আমাকে রেখে অন্য কাউকে নিয়ে জয়ের উল্লাস করেছে । আমি সব সময় সেই সময় মন খারাপ করে তাকিয়ে দেখেছি তাদের দিকে । আমি যখন পরাজিত দলের খেলোয়ার সমর্থকদের দেখেছি আমি সব সময় নিজেদের তাদের দলে পেয়েছি । তাদের চেহারার দিকে তাদের হতাশা দেখে আমার মনে হয়েছে আমিও আসলে তাদের দলেই ।
হয়তো কোন দিন আমি জীবনের খেলায় জিতে যাবো । বুঝতে পারবি জিতে যাওয়াটা কত আনন্দের । হয়তো কোন দিন !