যদি আমার কাছে কেউ জিজ্ঞেস করে যে আপনার কাছে সব থেকে বড় অন্যায়টা কী তাহলে আমি বলব সেটা হচ্ছে প্রতারনা আর বিশ্বাস ভঙ্গ করা । আপনারা যারা আমার লেখা পড়ে থাকবেন তারা একটা ব্যাপার কি খেয়াল করে দেখেছেন যে আমার গল্পে নায়ক কিংবা নায়িকারা কখনও তার সঙ্গীর সাথে বিশ্বাস ঘাটকতা করে না । বিশ্বাস ঘাতক বলতে তারা কখনই পরকীয়াতে লিপ্ত হয় না ।
একটা গল্পের কথা আমার মনে আছে যেখানে নায়িকা স্বামী থাকা অবস্থায় অন্য ছেলের সাথে মিক্সআপ হতে যায় তবে শেষ পর্যন্ত হয় না । এ ছাড়া আর কোন গল্পে এমনটা হয় না । আমার গল্পে তারা আর যাই হোক এই কাজটা সব সময় করে । সঙ্গীর প্রতি সব সময় ল্যায়াল । এই জিনিসটা আমি সব সময় করি কারণ আমি নিজে সব সময় আমার প্রেমিকার প্রতি ল্যায়াল থেকেছি । এই কথা শুনে অনেকে মনে হতে পারে যে আমার এতো গুলো প্রেমিকা ছিল তাহলে আমার মুখ দিয়ে এই কথা কেমন করে বের হয় । কিন্তু আমার যে কয়জন প্রেমিকা ছিল তারা এই ব্যাপারটা সব থেকে ভাল করে বলতে পারবে । আমি যখনই একজনের সাথে যুক্ত হয়ে যেতাম তখন থেকে অন্য সব মেয়েরা আমার কাছে একেবারে নাই হয়ে যেতাম । ইনবক্সে যদিও আমি এখনও খুব একটা গাল গল্প করি না তবে তখন অন্য মেয়েদের সাথে দরকার ছাড়া একটা কথা পর্যন্ত বলতাম না । এখনও ঠিক তাই । আমার কাছে মনে হয় যদি একজন একজনের সাথে যুক্ত থাকার পরেও যখন অন্য কারো সাথে কিছু করে এবং যখন এই ব্যাপারটা তার সঙ্গী জানতে পারে তখন তার মনের ভেতরে আসলে কী চলবে? এই অনুভূতি ব্যাখ্যার কোন ভাষা আমার জানা নেই । কারণ এই ব্যাপারটা আমি কল্পনাই করতে পারি না ।
আমি আসলে বিশ্বাস করি যে একজন মানুষের প্রতি একজন মানুষের ভালোবাসা সময়ের সাথে সাথে শেষ হয়ে যেতে পারে । সঙ্গীর যে কোন আচরনে কিংবা কোন কারণ ছাড়াই এমনটা হতে পারে । সংসারে সম্পর্কে অশান্তি হতে পারে । এটা খুব স্বাভাবিক । কিন্তু এসব কোন ভাবেই সঙ্গীর সাথে প্রতারণা কিংবা পরকীয়া করার অযুহাত হতে পারে না । কোন ভাবেই না । পরকীয়ার দিকে আপনি যদি এগিয়ে যান তাহলে সেটার একমাত্র দায় আপনার নিজের । অন্য কারো নয়, অন্য কিছুর নয় ।
সংসারে অশান্তি, আপনার সঙ্গীকে আপনি আর ভালোবাসেন না কিংবা আপনার সঙ্গীকে আপনাকে ভালোবাসে না, তার সাথে বনিবনা হচ্ছে না তাহলে তার সাথে সম্পর্ক শেষ করে দিন । তারপর নতুন সম্পর্কের খোজে যান । এটাতে কোন সমস্যা নেই । কিন্তু যখনই একজনের সাথে সম্পর্কে আবদ্ধ থাকা অবস্থায় আপনি নতুন কারো কাছে যাবেন তখনই আপনি অপরাধী আপনি একজন শুয়োর !