ধর্ষণ, সেক্স ও পরকীয়া বিষয়ে আমার ব্যক্তিগত মনভাব

4.9
(15)

আগেই বলে নিই এটা একান্তই আমার নিজেস্ব মনভাব । আমি আসলে এইব্যাপার গুলো কিভাবে দেখি কিংবা আমার মনভাব কেমন সেইটা নিয়ে । আপনাদের সাথে আমার মতের মিল হতে পারে আবার নাও হতে পারে ।

১. একটা মেয়ের ইচ্ছের বিরুদ্ধে তার সাথে যৌনকাজ সম্পন্ন করা কিংবা করার চেষ্টা করা হচ্ছে ধর্ষণ ।
এই লাইনের ভেতরে কোন বাট, অর কিন্তু সুতরাং টাইপের কোন শব্দ নেই । একেবারে পরিস্কার ভাবে বলা যে মেয়েটির ইচ্ছের বিরুদ্ধে গেলে সেটা হবে ধর্ষণ । এখন এই মেয়েটি আপনার অপরিচিত কেউ হতে পারে, বন্ধু হতে পারে, আপনার প্রেমিকা হতে পারে এমন কী আপনার বউ পর্যন্ত হতে পারে, এছাড়া হতে পারে একজন পতিতা । প্রতিটা ক্ষেত্রেই লাইনটা একই থাকবে । মেয়েটির ইচ্ছের বিরুদ্ধে আপনি তার সাথে যৌনকাজ করলে কিংবা করতে গেলে সেটা হবে ধর্ষণ ।
এবং অন্য কোন পারিপার্ষিকতাও এই লাইণ বদলাবে না । মেয়েটি কী ধরনের পোশাক পরতো, রাতে একা একা বের হত কিনা তার বয়ফ্রেন্ড আছে কিনা, অন্য কারো কাছে শুয়ে পড়েছে কিনা এসব কিছুই ধর্ষণকে জাস্টিফাই করে না । আপনি মেয়েটির ইচ্ছের বিরুদ্ধের মেয়েটির সাথে জোর করে যৌনকাজ করেছেন আপনি ধর্ষক ! এখানে দোষ কেবল এবং কেবল মাত্র আপনার । কোন ভাবেই মেয়েটির নয় ! আপনি যদি কোন ভাবে মেয়েটিকে দোষ দেওয়ার চেষ্টা করেন তাহলে আমার চোখে আপনি হচ্ছেন একজন নিকৃষ্ট মানুষ । শুকরের থেকেও আপনার অবস্থান নিচে !

২.দুইজন পূর্ন বয়স্ক নারীপুরুষ উভয়ের সম্মতিতে বিয়ের আগে যদি সেক্স করে, তাহলে সেটা আমি কেমন চোখে দেখি । আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমি এই কাজ করবো কিনা ! জ্বী না আমি করবো না । এবং সুযোগের অভাবে আমি ভাল মানুষ সাজছি না । আমার সামনে অতীতে এই সুযোগ এসেছে । সত্যিই এসেছে কিন্তু এই কাজ আমি করি নি । আমার মন আমাকে সমর্থন করে নি । যদি নারী পুরুষের উভয়ের সম্মতি থাকে তাহলে ধর্মীয় দৃষ্টিকোন থেকে সেটা অন্যায়। কিন্তু কোন অপরাধ বলে আমি মনে করি না । যেমনটা ধর্ষণটা একটা অন্যায় অপরাধ মূলক কাজ । এখন সেই নারিপুরুষের ব্যাপারে আমার মনভাব কি? আসলে আমার কোন মনভাব নেই । সত্যিই নেই । কারণ আমি এই ধর্মীয় অন্যায়টা করি না কিন্তু এমন অনেক অন্যায় কাজ রয়েছে যা করি । যেমন আমি ঠিকঠাক নামাজ পড়ি না । শতভাগ সত্যবাদী মানুষ না । দরকার পরলে মিথ্যা বলি । যেদিন আমি শতভাগ ধর্মীয় অনুশাসন মানতে পারবো সেদিন আমি এটার ব্যাপারে খারাপ ভাল কিছু বলবো । এখানে কেবল বলবো ওরা এককাজে পাপী, আমি অন্য কাজে পাপী ! নিজে পাপি হয়ে হয়ে অন্যের পাপ নিয়ে কথা বলা আমার সাজে না । এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে উপরের ধর্ষণ নিয়ে কেন কথা বলছেন । বলছি কারন ধর্ষণটা কেবল ধর্মীয় দৃষ্টিতে পাপ নয়, এটা দেশীয় আইনে অপরাধ । এবং আমার জানা মতে আমি আইন অমান্য করি নি । আমি ধর্মীয় দৃষ্টিতে যে সব অন্যায় সেই সব অন্যায় নিয়ে কাউকে সবক দিতে চাই না । কারণ আমি নিজে ধর্ম পুরোপুরি মানি না ।

৩. পরকীয়ার পক্ষে অনেকে অনেক রকম কথা বলে । অনেকে বলে নিজের দেহ যার সাথে ইচ্ছে তার শোবে যাকে ইচ্ছে তাকে দিবে । কোন ভাবেই পরকীয়া সমর্থন যোগ্য নয় ! আপনার সংসারে অশান্তি থাকতে পারে । তাই বলে কোন ভাবে আপনার অন্য কারো সাথে পরিকীয়া করার অধিকার নেই । কোন ভাবে মানে, কোন ভাবেই না । আপনি যখন একজনকে বিয়ে করবেন তার মানে হচ্ছে তার সাথে আমি কমিটেড হয়ে গেলেন । এখন যত সময় এই বিয়ে টিকে থাকবে ততসময় আপনি এই কমিটমেন্টের ভেতরে থাকবেন । একটা কমিটমেন্টের ভেতরে থেকে যখন আপনি অন্য কারো সাথে যুক্ত হবেন তখন পরিস্কার ভাবে আপনি একটা প্রতারণার কাজ করলেন । এই প্রতারণা কোন ভাবেই সমর্থনযোগ্য নয় । আপনার সংসারে যদি অশান্তি থাকে তাহলে আগে সেই সংসার ভেঙ্গে দিন, কমিটমেন্ট থেকে মুক্ত হোন । তারপর মনের শান্তির জন্য অন্যকারো কাছে যান । কিন্তু এক সংসারে থাকার পরেও অন্য কারো কাছে যাওয়া মানেই প্রতারনামূলক অপরাধ !

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.


Discover more from অপু তানভীর

Subscribe to get the latest posts sent to your email.

About অপু তানভীর

আমি অতি ভাল একজন ছেলে।

View all posts by অপু তানভীর →

One Comment on “ধর্ষণ, সেক্স ও পরকীয়া বিষয়ে আমার ব্যক্তিগত মনভাব”

  1. আপনার এটা লিখার পর আরো প্রিয় হয়ে গেলেন আমার

Comments are closed.