The Irregulars

The Irregulars
5
(1)

গল্পটা লন্ডন শহরের । দুই বোনের গল্প । বিয়াট্রিস এবং জেসি। দুই বোন এবং তার সাথে আরও দুই ছেলে স্পাইক এবং বিলি । চারজন একে অন্যের বন্ধু । এই দুনিয়াতে তাদের আর কেউ নেই । এই কুটিল শহরে ওরা একে অন্যের জন্য রয়েছে । একটা বদ্ধ স্থানে বসবাস করে ।

জেসির ভেতরে কিছু অস্বাভাবিকত্ব রয়েছে । সে ঘুমালে ভয়াল দুঃস্বপ্ন দেখে । এবং তার আরও একটা বিশেষ ক্ষমতা রয়েছে । সে যে কাউকে স্পর্শ করার সাথে সাথে তার মনের ভেতরে ঢুকে পড়তে পারে । তার মনের গভীর লুকায়িত স্মৃতি গুলো খুজে বের করতে পারে । ঠিক এই ক্ষমতার জন্য তাদের সামনে এসে হাজির হয় জন ওয়াটসন । জি ঠিকই ধরেছেন । এটা সেই বিখ্যাত বেকার স্ট্রিটের টুটুওয়ান বির জন ওয়াটসন । শার্লক হোমসের সঙ্গী জন ওয়াটসন ।
জন ওয়াটসন বিয়াট্রিস এবং জেসিকে ইনভেস্টিগেশনের জন্য নিয়োগ করে । তার ভাষ্যমত লন্ডন শহরে একটা কিছু চলে এসেছে । অতিপ্রকৃত কিছ । সেটা থেকে মানুষ কোন কালো ক্ষমতা পাচ্ছে এবং সেটা দিয়ে খারাপ কাজ করছে । এইটার তদন্তের জন্যই সে জেসি এবং বিয়াট্রিসকে নিয়োগ করতে চায় । যখন বিয়াট্রিস জানতে চায়, তারাই কেন তখন জন ওয়াটশন বলে তার বোন জেসির একটা বিশেষ ক্ষমতা আছে যা আর কারো নেই । সে এই অতিপ্রকৃত ক্ষমতার কারণেই সে অনেক কিছু দেখতে পারে ।

বিয়াট্রিসের জন ওয়াটশনকে ঠিক পছন্দ হয় না কিন্তু তার তখন দরকার টাকা । এই জন্য সে রাজি হয়ে যায় এবং চারজন মিলে তদন্তের কাজে লেগে যায় । এই সিরিজের আরেকটা চরিত্র হচ্ছে লিও । সে হচ্ছে ইংল্যান্ডের প্রিন্স । তবে শারীরিক ভাবে সে খানিকটা অসুস্থ । তার পায়ে কিছু সমস্যা রয়েছে । এই কারণে ছোট বেলা থেকেই সে প্যালেসের ভেতরেই বন্দী থাকে । সে নিজেকে বন্দী মনে করে । তার কিছু ভাল লাগে না । একদিন রাতের বেলা গাড়িতে করে ঘুরতে গিয়েই সে বিয়াট্রিসকে দেখতে পায় । মেয়েটির আচরন কেন জানি তার ভাল লাগে । সে স্ট্রিটের নামটা মনে রাখে । পরদিন প্যালেস থেকে লুকিয়ে সে চলে আসে সেখানে । এবং বিয়াট্রিসের খোজ পেয়ে যায় । বিয়াট্রিস তখন তদন্তের ব্যাপারটা নিয়ে ভাবছে । কেউ নবজাত বাচ্চাদের চুরি করছে এবং ঘরের আশে পাশে কাকের পালক পড়ে থাকছে । লিও তাকে এই ব্যাপারে সাহায্য করে এবং এক সময়ে তাদের দলের সাথে যুক্ত হয়ে যায় । এই পাঁচজনের দল মিলে কয়েকটা কেস সমাধান করে ।

ঠিক এমন একটা কেস সমাধান করতে গিয়েই তারা গিয়া হাজির হয় শার্লকের বড় ভাই মাইক্রফট হোমসের বাসায় । শার্লকের ডায়রী খুজে পায় তারা । সেখান থেকে জানতে পারে যে বিয়াট্রিস এবং জেসির মায়ের সাথে তাদের পরিচয় ছিল । বিয়াট্রিস এবার শার্লককে খুজতে থাকে । তার মায়ের সাথে কি হয়েছিলো সেটা জানা দরকার তার । কিন্তু এই কারণে আগে শার্লককে খুজে বের করা দরকার । কিন্তু জন কোন কারণে চায় না যে শার্লকের দেখা তারা পাক । কিন্তু কেন? তাহলে জন ওয়াটশনের হাত রয়েছে এর পেছনে ।

এই ভাবেই শেস পর্যন্ত কাহিনী সামনের দিকে এগিয়ে যায় । আমার অতিপ্রাকৃত সব কিছুর প্রতি আগ্রহ বেশি । আর এই রকম বিখ্যাত চরিত্রের সাথে মিলিয়ে যখন কিছু আসে তখন তো কথাই নেই । আমার খুব চমৎকার লেগেছে কাহিনীটা । শেষ পর্যন্ত আসলে কী বের হয়ে সেটা বলে দিতে ইচ্ছে করলেও বলছি না । কারণ তাতে ড্রামাটা দেখার আগ্রহ শেষ হয়ে যাবে । মোট আট পর্বের ড্রামা । ড্রামার নাম The Irregulars । নেট ফ্লিক্স থেকে খুব সহজেই দেখতে পারবেন । নয়তো টরেন্ট থেকে নামিয়েও দেখা যাবে ।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.


Discover more from অপু তানভীর

Subscribe to get the latest posts sent to your email.

About অপু তানভীর

আমি অতি ভাল একজন ছেলে।

View all posts by অপু তানভীর →