Wicked City (18+)

4.1
(9)

আমি এতো বড় হয়ে গেছি কিন্তু এখনও আমি এনিমেশন মুভি দেখতেই বেশি পছন্দ করি । হাতের কাছে ভাল কোন এনিমেশন মুভি পেলে সেটা না দেখে ছাড়ি না । বিশেষ করে এসভ্যাঞ্চার একশান কিংবা হরর এনিমেশন হলে তো কথাই নেই । এমন একটা এনিমেশন মুভি গতদিন দেখে শেষ করেছি । মুভিটার নাম উইকেট সিটি । মুভিটা ১৯৮৭তে মুক্তি পেয়েছে । হিসাব করে দেখলে এটা আমারও জন্মের আগের মুভি ।

মুভির কাহিনী প্লট হচ্ছে দুইটা বিশ্বকে নিয়ে । একটা হচ্ছে হিউম্যান ওয়ার্ল্ড অন্যটা ব্লাক ওয়ার্ল্ড বা বিস্ট এন্ড ডেনব ওয়ার্ল্ড । এই দুই বিশ্বকে একে অন্যের উপরে আধিপত্য কিংবা আক্রমন ঠেকাতে একটা শান্তি চুক্তি বিরাজ করছে যেটা কিনা আরও হাজার বছর আগে সাক্ষরিত হয়েছিলো । আরও একটা নতুন শান্তি চুক্তি হতে যাচ্ছে সামনে এবং সেটা সাক্ষরিত হলে আরও ৫০০ বছর দুই ওয়ার্ল্ডের মাঝে শান্তি বজায় থাকবে । দুই বিশ্বের বেশির ভাগ বাসিন্দাই শান্তি চায় না ।

কিন্তু ডার্ক ওয়ার্ল্ডের কিছু এক্সট্রিমেস্ট রয়েছে যারা মনে করে যে হিউম্যান, মানুষেরা দুর্বল এবং ডার্কওয়ার্ল্ডের উচিৎ হিউম্যান ওয়ার্ল্ড দখল করে নেওয়া । তারা যে কোন উপায়েই চায় যেন এই সামনের শান্তি চুক্তি না হোক ।

টাকি হচ্ছে একজন ব্লাক গার্ড । সে মানুষ এবং ব্লাকগার্ডদের ভেতরে সব থেকে যোগ্য । ব্লাক গার্ডদের কাজ হচ্ছে ডার্কওয়াল্ডের যে সব ডিমেন এই ওয়ার্ল্ডে চলে আসে এবং ক্যায়োস সৃষ্টি করে তাদের থেকে হিউম্যান ওয়ার্ল্ড কে রক্ষা করা । টাকিকে একটা স্পেশাল কাজ দেওা হয় । মাইয়ার্ট নামে এক বৃদ্ধকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয় । এই ২০০ বছরের বৃদ্ধই আগামী কাল হওয়ার শান্তি চুক্তির মুখ্য ভূমিকা পালন করবে । সে ছাড়া কোন ভাবেই চুক্তি হবে না । তাকে বাঁচিয়ে রাখতেই হবে । এই কাজে টাকিকে একজন সাহায্য করবে । সে এই ডার্ক ওয়ার্ল্ডের একজন বাসিন্দা কিন্তু সেও ব্লাক গার্ডদের হয়ে কাজ করে । মেয়েটির নাম মাকি । মেয়েটি দেখতে অত্যন্ত সুন্দরী কিন্তু ভয়ানক খুনী । টাকি আর মাকি মিলে মিস্টার মাইয়ার্টকে রক্ষা করার কাজ করে যায় । বারবার ব্লাক ওয়ার্ল্ডের ডিমনরা তাদের হামলা করে । এক পর্যায়ে মাকি নিজে ধরা দিয়ে টাকি আর মিস্টার মাইয়ার্টকে পালিয়ে যেতে দেয় । এবং নিজে ব্লাক এক্সট্রিমিস্টদের হাতে ধরা পরে । এক্সট্রিমিস্টরা মাকিকে নিয়ে টর্চার করে এবং সেই সিন টাকির কাছে পাঠায় টাকিকে বলে যে চাইলে সে তার পার্টনার কে বাঁচাতে পারে । কিন্তু তাকে তাদের কাছে আসতে হবে ।
কিন্তু টাকির কাজই হচ্ছে মিস্টার মাইয়ার্টকে রক্ষা করা । অন্য দিকে টাকির কিছুতেই ভুলতে পারে না যে মাকি নিজে ধরা দিয়ে ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে । তাই সে তার ডিউটি ফেলে মাকিকে রক্ষা করতে এগিয়ে যায় । এবং ফিরিয়ে নিয়েও আসে । এদিকে টাকির বস এতে টাকির উপরে রেগে যায় । তাকে বলে তার দায়িত্ব ছিল যে মিস্টার মাইয়ার্টকে রক্ষা করা । সে কিভাবে নিজের ডিউটি ফেলে চলে গেল । এবং টাকিকে কাজ থেকে বরখাস্ত করে । এমনটা আগেই হবে ওরা দুজনেই জানতো । ওরা এবার নিজেদের পথে বের হয়ে যায় । তখনই দেখতে পায় তাদের গাড়িতে মিস্টার মাইয়ার্ট । কখন সে বসেছে ওরা খেয়াল করে নি । ওরা দুজনেই কিছু বুঝতে পারে না ।

তারপর আবারও তাদের উপরে হামলা হয় । এবং তখন একটা টুইস্ট সামনে আসে । কাহিনী আর বেশি বলা যাবে না । তাহলে মুভিটা দেখার আগ্রহ একদম চলে যাবে । এইবার মুভি সম্পর্কে বলি । যেহেতু মুভিটা ৩৩ বছর আগে মুক্তি রিলিজ হয়েছে সেহেতু সেই সময়ে হাই কোয়ালিটির এনিমেশন আশা করাটা বোকামি হবে । তবে সময় হিসাব করলে গ্রাফিক্স ঠিকঠাক ছিল । মুভিতে প্রচুর সেক্সচুয়াল কন্টেন্ট বিদ্যমান । এনিমেশন হলেও এটা কোন ভাবেই বাচ্চাদের মুভি না । মুভির কাহিনী ফাইটিং সিন গল্পের এগিয়ে যাওয়া সব মিলিয়ে মুভিটা দেখার মত একটা মুভি । সময় ভাল কাটানোর মত । ইউটিউবেই মুভিটা পাওয়া যাবে । দেখতে পারেন । তবে পরামর্শ থাকবে যেন হেড ফোন কানে দিয়ে দেখার । কারণ কিছু সেক্সচুয়াল সিনে ভলগার আওয়াজ বিদ্যবান যা আপনার আশে পাশের মানুষ শুনলে অস্বস্তিতে পরতে পারে ।
হ্যাপি ওয়াচিং !

ইউটিউবে দেখতে ক্লিক করুন

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.1 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.


Discover more from অপু তানভীর

Subscribe to get the latest posts sent to your email.

About অপু তানভীর

আমি অতি ভাল একজন ছেলে।

View all posts by অপু তানভীর →