ভদ্র হাজব্যান্ড

4.9
(107)

আমি নিজের চোখ সরাতে পারছিলাম না । আবার তাকিয়েও থাকতে পারছিলাম না সরাসরি । কোন মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকাটা কি ঠিক হচ্ছে? 

তখনই মনে হল এই কোন মেয়েটি আর কেউ নয়, আমার বউ হয় । আমার বিয়ে করা বউ । এই মেয়ের দিকে আমি তাকাতেই পারি । পারি কি?

মিতু সবে মাত্র গোসল করে বের হয়েছে । আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি । শোবার ঘরের দরজা বন্ধ করা নয় । আমি যেখানে বসে রয়েছি সেখানে সেখান থেকে ঘরের ড্রেসিং টেবিলটা পরিস্কার দেখা যায় । মিতু সেখানে দাঁড়িয়ে রয়েছে ।

মিতুর পরনে কেবল মাত্র একটা তোলায়ে জড়ানো । বুকের নিচ থেকে হাটুর উপর পর্যন্ত । মিতুর দিকে আমার বারবার চোখ চলে যাচ্ছে । ও তখন নিজের চুল শুকাতে ব্যস্ত । আমার দিকে তার খেয়াল নেই । আমি আরও কয়েকবার ফিরে তাকালাম । 

আমাদের বিয়ে হয়েছে মাস খানেক । এখনও আমাদের মাঝে ঠিক অস্বস্তিটা কাটে নি । পুরোপুরি ফ্রি হতে পারি নি । এখনও কথা বলতে কেমন যেন লাগে নিজের কাছেই । 

আমি আবার ফিরে তাকালাম ওর দিকে । তবে এবার ওকে দেখতে পেলাম না । আয়নার সামনের থেকে সে সরে গেছে । তবে একটু পরে ফিরে এল । দেখলাম ততক্ষণে সে একটা কামিজ আর লেগিংস পরে ফেলেছে । এবার যেন ওকে আরও বেশি আকর্ষনীয় লাগছে । আজকে আমাদের একটু বাইরে যাওয়ার কথা । বিকেল বেলা এক সাথে একটা মুভি দেখার কথা । সেটার জন্যই ও তৈরি হচ্ছে । 

এবার মিতু আমার দিকে ফিরে তাকালো । হাসলো একটু । তারপর বলল, তৈরি হয়ে নাও। আমার আর বেশি সময় লাগবে না । 

আমি জামা পরার জন্য ঘরের দিকে রওয়ানা দিলাম । ততক্ষণে মিতু বসে পরেছে চেয়ারে । নিজেকে সাজাতে ব্যস্ত যদিও সে খুবই কম সাজে । আমি শার্ট পরে নিলাম । প্যান্ট টা হাতে নিয়ে ওয়াশ রুমে গেলাম । ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ও মুখে যেন কি মাখছে । আমি বের হয়ে আবারও বসার ঘরে বসলাম ।

আরও দশ মিনিট পরে মিতু একেবারে তৈরি হয়ে গেল । বের হওয়ার আগে ও দরজার কাছে দাঁড়িয়ে স্যান্ডেল পরতে শুরু করলো । এক পা টুলটার উপরে তুলে দিতেই ওর লেগিংস পরা পা টার দিকে আমার চোখ আবার চোলে গেল । চোখ সরাতে গিয়েও সরাতে পারলাম না । 

এটা কি দোষের?

অন্য মেয়েদের দিকে তাকানোটা আমার কাছে খারাপ মনে হয় । আমি কখনই এই কাজটা করি না । অনেকেই দেখি অন্য মেয়েদের চোখে কেমন লোলুপ চোখে তাকায় । তাদের ভাষ্য হচ্ছে আমরা তো কিছু করছি না, দেখছি কেবল ! এটাও আমার কাছে খারাপ মনে হয় । কিন্তু নিজের বউয়ের দিকে তাকানোটা কি খারাপ !

ও যদি দেখে ফেলে তাহলে কি আমাকে খারাপ ভাববে?

রিক্সাতে উঠার পরে দেখলাম মিতু আমার হাত ধরে রেখেছে । ব্যাপারটা আমার ভাল লাগলো ! আমি সামনের দিকে তাকিয়ে রইলাম । ইচ্ছে করছিল মিতুর দিকে তাকাতে । মিতু হঠাৎ বলল, বাহ নিজের বউয়ের দিকে তো তাকাতে লজ্জা পাও তা মেয়ের দিকে তাকানো হচ্ছে !

আমি বললাম, কি বললে ! মোটেই না । আমি কোন মেয়ের দিকে তাকাই নি ।

মিতু হেসে ফেলল আমার কন্ঠস্বর শুনে । তারপর বলল, আমার দিকে তাকাতে তো ঠিকই লজ্জা পাও !

আমি এবার সত্যিই লজ্জা পেয়ে গেলাম । নিজের বউ সামনে লজ্জা পাওয়াটা মোটেই ভাল কথা না ।

মিতু বলল শুনো মিস্টার হাসব্যান্ড এতো ভাল সাজার দরকার নেই । আমি তোমার বিয়ে করা বউ । এতো লুকিয়ে লুকিয়ে দেখার কিছু নেই । সরাসরিই দেখতে পারো । আর ……

-আর?

-আর তোমার বোঝা উচিৎ কখন কোন দরজা খোলা থাকে কেন থাকে ! 

আমি অবাক হয়ে তাকালাম মিতুর দিকে । মানে মিতু ইচ্ছে করে দরজা খোলা রেখেছিল যাতে আমি ওর দিকে তাকাই । এই মেয়ে দেখি দুষ্টু আছে । নাহ আজ থেকে আর বেশি ভাল হাজব্যান্ড সাজার দরকার নেই । একটু দুষ্টু হতেই হবে । 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 107

No votes so far! Be the first to rate this post.


Discover more from অপু তানভীর

Subscribe to get the latest posts sent to your email.

About অপু তানভীর

আমি অতি ভাল একজন ছেলে।

View all posts by অপু তানভীর →