রাফায়েল সিরিজের সব গল্প গুলো সামহোয়্যারইন ব্লগ এবং ওয়াটপ্যাডে পোস্ট করা হয়েছে । ফেসবুকে আমি গল্প গুলো পোস্ট করি নি । ইচ্ছে করেই করি নি । কিন্তু অনেকে সামু এবং ওয়াটপ্যাড থেকে গল্প গুলো পড়তে পারে না । তাদের জন্য এই সংকলনটা পোস্ট করলাম । এখানে মোট ১৭টা গল্পের লিংক যুক্ত আছে । প্রতিটি গল্পের লিংক ক্লিক করলেই গুগলড্রাইভে নিয়ে যাবে আপনাকে । সেখান থেকে সরাসরি গল্প গুলো পড়তে পারবেন ।
অপু ভাই, এতদিন পরে এই লিংক পেলাম। আহা! কতদিন ধরে রাফায়েলের গল্প গুলি পড়ি না।
একটানে সব শেষ করবো। এখন বলুন তো আমি কে?