রাভেস্কির সন্ধানে আমরা শহরে ছাড়িয়ে এসেছি বেশ কিছুটা সময় আগে । শহরের শেষ মাথায় আমাদেরকে নামিয়ে দিল ট্যাক্সিটা । তার নাকি এর থেকে সামনে যাওয়ার আর অনুমুতি নেই । তবে সে আমাদের জন্য অপেক্ষা করতে রাজি হল । বলল যে এখান থেকে আমরা নাকি আর কোন যান বাহন পাবো না তবে একটু মানি ইউনিট বাড়িয়ে…
Tag: সায়েন্স ফিকশন
প্রোজেক্ট নোভা সি-টু
নিশুতি রাস্তায় আমার প্রায় দিনেই বাসায় ফিরতে রাত হয়ে যায় । এমন না যে, আমি যেখানে কাজ করি সেখানে অনেক কাজের চাপ বরং আমি ইচ্ছে করেই সেখানে থেকে যাই । কেন যেন কর্ম ক্ষেত্রে থাকতে ভাল লাগে । বাসায় এমন কেউ নেই যে আমার জন্য অপেক্ষা করবে । তার চেয়ে বরং কাজই করে যাই ।…