তৃষার ঘুম সব সময়ই পাতলা। আর এমনিতেও ঘুম ওর বেশ কম হয়। অপু মাঝে মাঝে চোখ কপালে তুলে বলে, মানুষ জীবনে এতো কম ঘুমিয়ে থাকে কিভাবে! তবে ওর ভেতরে নতুন প্রাণের সৃষ্টি হওয়ার পরপরই অপু আরও বেশি প্রটেক্টিভ হয়ে উঠেছে। নিয়মিত খাওয়া আর ঘুম যাতে হয় সেদিকে ওর কড়া নজর। তৃষা মানতে চায় নি তবুও…