গভীর রাত । চারিদিকে একটা অশুভ আবহাওয়া বিরাজ করছে । বারবার মনে হচ্ছে যেন কোন কিছু ঘটতে চলেছে । কোন অশুভ কিছু । রসুলপুর বড় শ্মশানের ভেতরে মানুষ দিনের বেলাতেই আসতে ভয় পায় । একা একা আসার প্রশ্নই আসে না । মরা পোড়ানোর দরকার হলে সবার দল বেঁধে এসে দিনের আলো থাকতেই কাজ শেষ করে…