অফিসে এসে জানতে পারলাম সাদিক ভাইয়ের মন খারাপ। কেবল সাদিক ভাইয়ের না, অফিসের প্রায় সব পুরুষ মানুষের মন আজকে খারাপ। তাদের ভেতরে সাদিক ভাইয়ের মন সব থেকে বেশি খারাপ। মন খারাপের কারন হচ্ছে, গতকাল রাতে মেহজাবিন আহমেদ তার ফেসবুক রিলেশনশীপ স্ট্যাটাস বদল করেছে। আগে সে সিঙ্গেল ছিল৷ কাল রাত থেকে মিঙ্গেল হয়েছে। এই কারনেই সাদিক…