মেয়েদের বাইক চালানোটা এখনও এই দেশে খানিকটা বাঁকা চোখেই দেখা হয় । মানুষের ভাবটা হচ্ছে মেয়েরা বসবে বাইকের পেছনে । তারা কেন সামনে বসে বাইক সামলাবে ! এই ব্যাপারটা মুনতারিন প্রতিবারই খেয়াল করে । কিন্তু ওর গায়ের পোশাক আর কাধে ঝোলানো পদবির কারণে কেউ কিছু বলতে সাহস পায় না । এমন কী বেশি সময় চোখ…