সামনের টেবিলে একটা কোকাকোলার বোতল আর একটা ক্যান রাখলো মন্য় । তারপর লিনার দিকে তাকিয়ে হেসে বলল, আফা মনি, এই যে দুইটা আনছি । একটা নরমাল কোক আরেকটা ডায়েট ! আপনি যেইটা খান ! লিনা রাগান্বিত চোখে মন্টুর দিকে কিছু সময় তাকিয়ে রইলো । তবে বুঝতে পারলো যে এখন আসলে ওর কিছুই করার নেই ।…