মেজর সাফায়েত ছাউনি থেকে বের হয়ে এলেন । ছেলেটা তাকিয়ে আছে বগালেকের দিকে । ঠিক বগালেগের দিকে না । বগালেকের একেবারে পাড়ে হুইলচেয়ারে বসে আছে মেয়েটি । মূলত সেদিকেই তাকিয়ে আছে সে । মেজর সাফায়েত পেছন এসে দাড়াতেই অপু তার দিকে তাকালো । সাফায়েত বলল, তুমি নিশ্চিত যে পারবে ? তুমি করে বলল ছেলেটাকে ।…