নাইরা শরীরটা রাগে জ্বলছে । গতকালকের ঘটনার পর থেকে সে নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করছে, নিজেকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু পারছে না । বারবার মনে হচ্ছে যে খ্যাঁতা পুড়ি এই চাকরির ! ব্যাটার এতো বড় সাহস আসলো কোথা থেকে ! বস হয়েছে তো কী হয়েছে ! এভাবে একজন মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার অধিকার…