আসফিমা আস্তে আস্তে হাটছিলো অফিসের করিডোর দিয়ে । ওর পা দুটো যেন একটু একটু কাঁপছিলো । এতো বড় অফিসে যে ও চাকরি পাবে সেটা ও ভাবতে পারে নি । কিন্তু পেয়ে গেছে । তাও আবার যেনতেন চাকরি না । ডাইরেক্ট পিএস টু দ্য সিইও । সায়ান আহমেদের পিএস । কি অবিশ্বাস্য একটা ব্যাপার !ওর বান্ধবীরা…