জীবনে চলার পথে আমাদের এমন মানুষের সাথে এক বার না একবার দেখা যায় যে কিনা নিজেকে সব জান্তা মনে করে । কর্মক্ষেত্র, আড্ডা কিংবা কোন ফ্যামিলি পার্টিতে দেখা যাবে এমন কোন মানুষ যে কিনা দুনিয়ার সব কিছু জানে । সব কিছু সম্পর্কে তার জ্ঞান অঘাত । আমার জব্বার একটা কথা বলতেন । একটা না অনেক…