একটা সময় আমি অনেক স্বপ্ন দেখতা । নিজের সামনের ভবিষ্যৎ জীবন নিয়ে অনেক কিছু ভাবতাম । কত কিছু মনে মনে সাজিয়ে নিতাম । ভাবতাম বুঝি জীবন এমন হবে, এমন করে সামনের প্রতিটি দিন আমি কাটাবো। তারপর জীবনে তুমি এলে । তুমি জানো আমি এখানে যে কথা গুলো বলব সেগুলোর প্রতিটি অক্ষর সত্য । অন্তত তুমি…