জগিং শব্দটা আসলে শব্দটা বিত্তবানদের বেলাতে খাটে ভাল । আমার কাছে সেটা হচ্ছে সকাল/বিকালের হাটাহাটি । এখন শিরোনামে তো আর হাটাহাটি প্রেম লেখা যায় না । তাই লিখলাম জগিং । ঘটনার সুত্রপাত গত বছর লকডাউনের সময় । সকাল কিংবা বিকাল, হাটাহাটি আমার কোন কালেই পছন্দ ছিল না । কিন্তু বাধ্য হয়ে এই কাজ শুরু করতে…