তাহিরা যে কিভাবে আমার গার্লফ্রেন্ড হয়ে উঠলো সেটা আমি কোন নিশ্চিত ভাবি বলতেই পারি না । ক্লাস শেষ করে একদিন বের হচ্ছি এমন সময় তাহিরা আমার সামনে এসে বলল, এদিকে আয়। আমি বললাম, কোথায় যাবো? আমার প্রশ্নের জবাব সে দিলো না । আমার হাত ধরে সে এক প্রকার টেনেই নিয়ে গেল তিন তলার দিকে ।…