সাবিহাকে বাসায় আসতে দেখে প্রিয়ন্তি একটু খুশিই হল । সকাল থেকেই শান্তর সাথে যোগাযোগ কথা বলতে চাচ্ছিলো কিন্তু শান্তর নাকি আজকে সারা দিন অনলাইন ক্লাস রয়েছে । আজকে গল্প হবে না । একটু মন খারাপ লাগছিলো প্রিয়ন্তির । কাল রাতে বেশ পড়াশুনা করেছে । তাই আজকে সারাদিন ঠিক করেছে পড়বে না । আর সামনে পরীক্ষার…