জেরিন চোখ মেলে তাকালো । প্রথমে কিছু সময়ে ঠিক বুঝতে পারলো না সে কোথায় রয়েছে । তবে সেটা মাত্র কয়েক সেকেন্ড । সাথে সাথেই মনে পড়লো সব । মনের ভেতরে একটা চাঞ্চল্য জেগে উঠলো । বিছানার বাঁ দিকে ফিরে তাকাতেই তার শাশুড়িকে বসে থাকতে দেখলো ।জেরিন বলল, আম্মু !জেরিনের ডাক শুনেই তার শাশুড়ি দ্রুত উঠে…