আসফিমার এতো কান্না আসছে সেটা সে নিজেই বলে বোঝাতে পারবে না । বারবার নিজের পরিবারের উপরে রাগ হচ্ছে । আচ্ছা ভাল চাকরি করে বলেই কি নিজের সত্ত্বা বিক্রি করে দিয়ে তার সামনে দাড়াতে হবে ! নিজেকে ভেঙ্গে চুড়ে সেই মানুষটার মনের মত হতে হবে ? এদেশের বাবা মায়েরা কি কোন দিন এই ব্যাপারটা বুঝতে পারবে…