১৭/৫/২০১৪, ভোর চার টা, শাহবাগব্যস্ত শাহবাগের ভোরের চিত্র একেবারের ভিন্ন । সকাল থেকেই যেখানে হাজারও মানুষের ভীড় এখন সেখানে গুটি কয়েক মানুষ শুয়ে আছে শাপলা ফুলটার কাছে । কিছু সময় পর পর একটা করে যান বাহন চলে যাচ্ছে দ্রুত গতিতে ! ঠিক এমন সময় শাহবাগের যাদুঘরের সামনে একটা মাঝারি সাইজের কাভার্ড ভ্যান এসে থামলো !…
Tag: অতিমানব
অতিমানব
এক -হেই বেইবি ! এদিকে একটু তাকাও ! তাকাও না ! কালো রংয়ের হ্যামার গাড়িটার দিকে তাকিয়ে নীলু খানিকটা অসহায় বোধ করতে লাগলো । একবার মনে হল জানলার সিট থেকে সরে অন্য কোন সিটে গিয়ে বসে । কিন্তু তার উপায় নাই । ওদের এই স্কুল বাসটায় আগে বসার সিট নিয়ে প্রায় বাচ্চাদের ভিতর গন্ডগোল বেঁধে…