ছুটির দিন গুলোতে আমি চাই একটু সুখে শান্তিতে কাটাতে। বিশেষ করে সময়টা আমি তৃষার সাথে অতিবাহিত করতে চাই। সারাটা সপ্তাহ তৃষা ব্যস্ত থাকে, আমি নিজেও আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই একটা দিনই পাই একে অন্যকে একান্ত ভাবে পাওয়ার জন্য কিন্তু সেখানেও বাঁধা। এসব কি সহ্য করা যায়! আমার মুখ গোমড়া দেখে তৃষা চোখ গরম…