নওরিনের মনের ভেতরে আজকে বেশ আনন্দ লাগছে । বিশেষ করে গতকাল রাতেই সে সিদ্ধান্ত টা নিয়েছে । বেচারা শাফায়েতকে অনেক ঘোরানো হয়েছে । এবার তাকে একটু শান্তি দেওয়া যাক । আজকে সে বলে দিবে যে সেও তার ব্যাপারে আসলে অনেক আগ্রহী । সেই শুরু থেকেই আগ্রহী ছিল । এই কয়েকটা দিন কেবল নওরিন একটু মজা…