-কী হচ্ছে ওখানে ? জামিল থেমে গেল । আরিয়ানকে কষে একটা চড় মারতেই যাচ্ছিলো তখনই এই আওয়াজটা কানে এল ওর । একটু অবাক না হয়ে পারলো না ! ক্যাম্পাসের এই দিকটা ওদের আড্ডাখানা । বিশেষ করে এই গলির দিকে কেউ খুব একটা আসে না । কাউকে যখন ধরে প্যাদানি দিতে হয় তখন এইখানে নিয়ে আসা…