যুথির কেবল মনে হল যে এখন মিনার ওর উপর চিৎকার চেঁচামিচি শুরু করবে । অবশ্য এই ব্যাপারটা যে কারো সামনে আসলেই সে স্বাভাবিক ভাবে প্রতিক্রিয়া দেখাবেই । মিনারের স্থানে যদি যুথি নিজে থাকতো সেও কি প্রতিক্রিয়া দেখাতো না? অবশ্যও স্বাভাবিক প্রতিক্রিয়া দেখাতো । যদিও যুথি নিজের কাছে একদম পরিস্কার আছে । সে জানে সে কোন…